ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নির্বাচনী সহিংসতায় মা ও শিশুসহ ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হচ্ছেন ফাতেমা আক্তার ও তার শিশুসন্তান আসমা আক্তার, মিজান, ইউসুফ, ফকির, শিপন, ইসমাইল, ছিদ্দিক, নবী, মিয়া সাহেব, রাজ। শিশু আসমা আক্তার ও তার মা ফাতেমা আক্তারসহ ৬ জন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা অন্যান্য হসপিটালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ওমর ফারুক সজীব কেন্দ্র দখল করতে চাইলে প্রতিপক্ষ গ্রুপ বাধা দিলে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
দক্ষিণ চর চান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে। এই কেন্দ্রে ৬ জন মেম্বার প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে বিরোধ রয়েছে।
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটগ্রহণ ও স্বাভাবিক প্রক্রিয়া চলছে।